পঞ্চগড়: পঞ্চগড় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়াফিয়া জাহিন ওয়াফি ঐতিহাসিক ৩৬ জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরে ‘এক খণ্ড জুলাই’ শীর্ষক একটি চিত্রকর্ম এঁকেছেন, যা প্রশংসা কুড়িয়েছে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের কাছে।
ওয়াফিয়ার আঁকা চিত্রে উঠে এসেছে—শহীদ আবু সাঈদের আত্মত্যাগ, কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষুব্ধ ছাত্রদের উপস্থিতি, আহত-নিহত শিক্ষার্থীদের হৃদয়বিদারক চিত্র, এবং রিকশায় করে আহত ছাত্রকে নিয়ে যাওয়ার সংবেদনশীল মুহূর্ত।
বিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশের পর তা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই ওয়াফিয়ার বাস্তবধর্মী ও ঐতিহাসিক সংবেদনশীলতা ফুটিয়ে তোলার দক্ষতার প্রশংসা করেন।
তেঁতুলিয়া উপজেলার ইসলামবাগ এলাকার বাসিন্দা ওয়াফিয়া তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বাবা একজন ব্যবসায়ী, মা শিরীন সুলতানা একজন প্রধান শিক্ষিকা।
চিত্রাঙ্কনের পাশাপাশি ওয়াফিয়া গান ও নাচেও পারদর্শী। এর আগে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে সে।
ওয়াফিয়া বলে, ‘৩৬ জুলাই আন্দোলন আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। আমি আমার রং পেন্সিলে সেই মুহূর্তগুলো ধরতে চেয়েছি।’
তার মা শিরীন সুলতানা বলেন, ‘ও ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজে আগ্রহী। আমরা সবসময় তাকে উৎসাহ দিই। তার এই অর্জনে আমরা গর্বিত।’
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ওয়াফিয়ার চিত্রকর্মগুলো সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।