Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ মেধার শিশুদের বিকাশে প্রয়োজন যত্ন ও সহানুভূতি: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ০১:০৬

‘প্রয়াস’ পরিদর্শন করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “আমি ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ না বলে ‘বিশেষ মেধার’ শিশু বলতে চাই। এই শিশুদের মেধা বিকাশে বিশেষ যত্ন প্রয়োজন। এ ধরনের মানবিক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ওয়েল ম্যানেজড, সুন্দর পরিবেশে দুই-তিন শত শিশু লালিত হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। দেশের ১৩টি স্থানে সেনাবাহিনী এমন প্রতিষ্ঠান পরিচালনা করছে। ময়মনসিংহে এটি প্রথম। সেনাবাহিনীর এই উদ্যোগ সমাজকল্যাণের মূল কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

বিজ্ঞাপন

শারমীন মুরশিদ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে সিভিল ও মিলিটারি ব্যুরোক্রেসির একসঙ্গে কাজ করা প্রয়োজন। সেনাবাহিনীর মধ্যে যে শৃঙ্খলা রয়েছে, তা আমাদের বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে নেই—এটা আমাদের স্বীকার করতে হবে। সেই জায়গায় যৌথভাবে কাজ করলেই আমরা সফল হব।’

তিনি আরও বলেন, ‘দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে সেনাবাহিনী। এদের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহায়তা দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় এই উদ্যোগের পাশে থাকবে।’

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরীর আকুয়া বাইপাস এলাকার সেনানিবাসের সামনে ২.০২ একর জমিতে ‘প্রয়াস’-এর প্রস্তাবিত মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন।

শারমীন এস মুরশিদ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘১৩টি জেলায় প্রয়াস স্কুল সফলভাবে চলছে। ময়মনসিংহেও এটির সফল বাস্তবায়নে আমরা প্রয়োজনীয় সহায়তা দেব।’

সারাবাংলা/এসএস

বিকাশ বিশেষ মেধা শিশু

বিজ্ঞাপন

খুলনায় জুট মিলে আগুন
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯

আরো

সম্পর্কিত খবর