ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ আগস্ট) ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ চূড়ান্ত করতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১১ টায় শুরু হবে এ বৈঠক।
বুধবার (৬ আগস্ট) ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ বিষয়টি জানা যায়।
ওই অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নবম সভা আগামী বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচিতে যা রয়েছে:
ক. রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫
খ. গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বিবিধ
অফিস আদেশে সভার বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
নির্বাচনি আচরণ বিধিমালা নিয়ে কমিশন সভা আজ
স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ০৮:২৫ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ০৮:২৮
৭ আগস্ট ২০২৫ ০৮:২৫ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ০৮:২৮
সারাবাংলা/এনএল/এনজে