Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি সফরে শুক্রবার রংপুর যাচ্ছেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ০৯:৫৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে তিন দিনের সফরে শুক্রবার (৮ আগস্ট) রংপুর যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

‎সোমবার (৪ আগস্ট) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

‎‎তিনি জানান, ‘আগামী শুক্রবার ৮ আগস্ট দুপুর সোয়া ১২টায় সিইসি রংপুর সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে জুম্মার নামাজ আদায় করবেন। ৯ আগস্ট শনিবার সকাল ১০টায় রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল, রংপুর অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।’

বিজ্ঞাপন

বিকেল সাড়ে ৩টায় রংপুরের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি রংপুর রেঞ্জ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সেক্টর কমান্ডার, বিজিবি রংপুর, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, র‌্যাব-১৩ এর অধিনায়ক, কর্নেল জিএস, ডিজিএফআই, অতিরিক্ত পরিচালক, এনএসআই, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল, রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

এরপর ১০ আগস্ট সকাল সাড়ে ৯টায় তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

‎‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো