ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ককটেল বোমা এবং বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে অভিযান চালায় সেনাবাহিনী।
আসামিরা হলেন- মো. হৃদয় (২৬), মুলহোতা সন্ত্রাসী মো. নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)।
মোহাম্মদপুর সেনাবাহিনী ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, ‘কিছুদিন আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায় এবং চাদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায়। সেই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘটনার মূল হোতা ছিল নয়ন এবং তার কিশোর গ্যাঙ দল।
তিনি আরও বলেন, আমরা বেশ কিছুদিন ধরে তথ্যপ্রযুক্তি সহায়তায় উক্ত সন্ত্রাসী নয়নের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছিলাম। আজ আমরা তার সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করতে সক্ষম হই। এরপর আজ ভোররাত চারটায় একটি অভিযান চালিয়ে প্রথমে নয়নকে গ্রেফতার করি। নয়নের দেয়া তথ্যের ভিত্তিতে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বিভিন্ন আস্তানা তল্লাশি করে দুটি ককটেল বোমা, বেশ কিছু সামুরাই, চাপাতি ও বিভিন্ন প্রকার ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় প্রভাব বিস্তার করার জন্য, লোকজনকে আহত করে, ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে থাকে বলে স্বীকার করে।
আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সবাইকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।