Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুমান এখনও ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১০:২৪

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বজুড়ে শহরভিত্তিক বায়ু দূষণের লাইভ সূচকে আবারও উঠে এসেছে ঢাকার নাম। শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ রাজধানী।

বুধবার (৭ আগস্ট) সকাল ৯টা ৪১ মিনিটে আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১২৭, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

এই মুহূর্তে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার কিনশাসা, যার একিউআই স্কোর ১৭৩। এরপরেই রয়েছে রিয়াদ (১৫২), কাম্পালা ও কলকাতা (দুজনেরই স্কোর ১৪৩), জাকার্তা (১৩৯)। ঢাকার ঠিক পরেই অবস্থান করছে দুবাই (১১৭), লিমা (১১৬), টরন্টো (১১১) এবং ওয়াশিংটন ডিসি (১০৯)।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তালিকার নিচের শহরগুলো; যেমন- ওয়াশিংটন ডিসি, টরন্টো, কিংবা লিমা অনেক উন্নত অবকাঠামো ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার দেশ হওয়া সত্ত্বেও এখনও বায়ু মানে সংকটে ভুগছে। তবে তারা ঢাকার তুলনায় অপেক্ষাকৃত ভালো অবস্থানে।

বিজ্ঞাপন

ঢাকার বায়ু দূষণের মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে:

  • নির্মাণকাজের ধুলা ও অপরিকল্পিত আবর্জনা ব্যবস্থাপনা
  • অপরিশোধিত যানবাহনের কালো ধোঁয়া
  • যানজটের কারণে দীর্ঘ সময় গাড়ি চলাচল
  • বর্জ্য পোড়ানো এবং শিল্প এলাকার কারখানা থেকে নির্গত ধোঁয়া

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, একিউআই স্কোর ১২৭ মানে ঢাকার বাতাস শিশু, বৃদ্ধ ও ফুসফুস/হৃদরোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। নিয়মিত খোলা জায়গায় ব্যায়াম, হেঁটে যাতায়াত এবং দীর্ঘ সময় বাইরের বাতাসে থাকা এসব মানুষদের শারীরিক সমস্যার কারণ হতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর