ঢাকা: ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন এখনো গুগল ফরম পূরণ করেননি।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) ১১ আগস্টের মধ্যে এ ফরম আবশ্যিকভাবে পূরণের অনুরোধ জানিয়েছে।
গতকাল বুধবার (৭ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৩ ও ২৯ জুলাইয়ের ৬৩ ও ৭৪ নম্বর বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত এক হাজার ৬৯০ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী গুগল ফরম পূরণ করেননি।
বিজ্ঞপ্তিতে গুগল ফর্ম পূরণ না করা রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীকে https://forms.gl/XDRX2Y0B0AhUpxTB গুগল ফরমটি আবশ্যিকভাবে ১১ আগস্টের মধ্যে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।