Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় ছাত্রদলের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১১:৫০ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১১:৫৬

নিহত জাবেদ রহমান জয়।

পঞ্চগড়: পঞ্চগড় জেলা শহরের প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদলের কর্মী নিহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জাবেদ রহমান জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত ওই ছাত্রদল কর্মীর দাফন করা হবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মী জাবেদ রহমান জয়ের গ্রুপের সাথে শহরের নতুনবস্তী এলাকার ছাত্রদলের আরেক কর্মী আল আমিন গ্রুপের মধ্যে বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে জয় একাই জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের ১০-১২ জনের সাথে আবারও বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আল আমিন জয়কে ছুড়িকাঘাত করলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই মারা যায় জয়।

বিজ্ঞাপন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ওই তরুণের একটি হাতের তালুতে আঘাতের চিহ্ন ছিল। এছাড়া পেটের পাশে ধারালো অস্ত্রের আঘাতে ছিল।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনের নাম এসেছে। একজন আল আমিন আরেকজন পারভেজ। হত্যাকারী ও ভিকটিম দুজনেই ছাত্রদলের সঙ্গে জড়িত বলে জানা গেছে। মরদেহ ময়না তদন্তে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো