Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসায় ফিরছে শিক্ষাবৃত্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১১:৫৬

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ছবি: সারাবাংলা

ঢাকা: এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী।

অফিস আদেশে বলা হয়, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষাগুলো নেওয়া হবে পাঁচটি বিষয়ের ওপর কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান। কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্ন হবে সম্মিলিতভাবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর হবে ১০০, অর্থাৎ মোট নম্বর থাকবে ৫০০।

বিজ্ঞাপন

তবে পরীক্ষায় অংশ নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখাসমূহের শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বোর্ড জানিয়েছে, এ পরীক্ষার জন্য বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর আবারও এই বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালুর পর থেকে এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো