Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ দিনে প্রাথমিক নিবন্ধন করলেন ৩১ হজযাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১২:১১ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১২:১৩

পবিত্র কাবা শরীফ। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বছর হজে যেতে গত ১১ দিনে (২৭ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত) ৩১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। প্রাথমিক নিবন্ধিত সবাই সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। বেসরকারি ব্যবস্থাপনা কোনো হজযাত্রী এখন পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করেননি।

আগামী বছর হজে যেতে চার লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ প্যাকেজ ঘোষণার আগে নিবন্ধনের গতি ধীর থাকে। প্যাকেজ ঘোষণা হলে তখন দ্রুত কোটা পূরণ হয়ে যায়। কারণ, এখনো হজযাত্রীরা জানে না এবার হজে যেতে কত টাকা খরচ হবে। তাই অনেকেই দেখেশুনে নিবন্ধন করবেন। সৌদি সরকারের রোড ম্যাপ অনুযায়ী, এবার ১২ অক্টোবরের মধ্যে প্যাকেজের পুরো টাকা নিয়ে হজের নিবন্ধন শেষ করতে হবে।

বিজ্ঞাপন

আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো