Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১২:২৮ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১২:৪৯

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব’ — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে তারা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে চলমান বৈশ্বিক আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ জুলাই জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন দ্রুত শুরুর আহ্বান জানানো হয়। একইসঙ্গে নির্বাচন কমিশনকে ১৪ আগস্টের মধ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নেতারা বলেন, “প্রবাসী ভোটারদের কার্যকরভাবে অন্তর্ভুক্ত না করে একটি অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডসম্পন্ন নির্বাচন সম্ভব নয়।” দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সর্বাত্মক অনলাইন ক্যাম্পেইন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ। আর বিদেশে অবস্থানরত ভোটারের সংখ্যা প্রায় এক কোটি ৩৪ লাখ হলেও তারা ভোটাধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত।

বিশেষ করে ফ্রান্সে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশি এখনো জানেন না কীভাবে তারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বা পোস্টাল ও অনলাইন ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ অবস্থায় তারা নির্বাচন কমিশনের প্রতি প্রতি দুই সপ্তাহ অন্তর একটি অনলাইন ব্রিফিংয়ের ব্যবস্থা করার আহ্বান জানান, যাতে প্রবাসীরা তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পান।

ডায়াস্পোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে বলা হয়েছে, এটি শুধু রাজনৈতিক অধিকার নয়, বরং নাগরিক মর্যাদা ও গণতন্ত্রে প্রবাসীদের সম্পৃক্ততার প্রশ্ন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো