Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৩:০০ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১৭:৩১

অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার করা হয়েছে। দুদকের রিকোজিশনের (চাহিদাপত্র) ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আজ তাকে গ্রেফতার করে।

এর আগে, গত ১৮ জুন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক দুই উপচার্য কলিমউল্লাহ এবং এ কে এম নূর-উন-নবীসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা করে দুদক।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন অধ্যাপক এ কে এম নূর-উন-নবী।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো