Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন


৭ আগস্ট ২০২৫ ১৩:১১ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১৩:১৩

বৃক্ষরোপণ অভিযান উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা।

চুয়াডাঙ্গা: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে কবরী রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম বক্তব্য দেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, ‘আমরা চাই সবুজ অন্তর্ভুক্তমূলক এবং পরিবেশ ও জলবায়ু সহিঞ্চু নতুন বাংলাদেশ গড়ার। যেখানে থাকবে না কোন বৈষম্য এবং প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে আগামী প্রজন্মের জন্য। এই উদ্যোগকে সামনে নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে নতুন প্রজন্মদের সাথে গাছের পরিচয় করি দেওয়া হবে। বাংলাদেশের সকল মানুষ যদি সবাই একটি করে গাছ লাগায়, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। যেসকল স্টল এখানে দেয়া হয়েছে তাদেরকে পুরস্কৃত করা ও সার্টিফিকেট দেয়া হবে।’

বিজ্ঞাপন

আরো