Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১৫:০৩

সমুদ্রের ধারে উদ্ধার হওয়া পর্যটকের মরদেহ।

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়াসামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ আগষ্ট) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে সকাল ১১টায় ওই একই স্থানে গোসলে নেমে সে নিখোঁজ হয়।

মৃত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৬ আগস্ট) মাগুরা থেকে সামাদসহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন। এ সময় সামাদ ঢেউয়ের বেগে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ওই একই স্থান থেকে সামাদের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

কলাপাড়া ফায়ার সার্ভিসে লিডার শাহাদাৎ হোসেন বলেন, নিখোঁজ পর্যটককে সৈকতের জিরো পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে