Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দরে ১২০ কোটি টাকার সোনা জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১৬:১২

কাস্টমসের আটক করা সোনার বার।

ঢাকা: কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ৮ কেজি ওজনের ৭০ পিস সোনার বার জব্দ করা হয়েছে। জব্দ সোনার দাম প্রায় ১২০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউস ঢাকা’র গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে সোনার বারগুলো জব্দ করা হয়। কাস্টম হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট নং বিজি-৩২৬ এ গোপন সংবাদের ভিত্তিতে রামেজিং করা হয়। রামেজিং অভিযানে বিমানের সামনের কার্গো হোল্ড হতে কাপড়ের ভিতরে কালো স্কচটেপ দিয়ে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় প্রায় ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০ পিস সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাস্টমস হাউস ঢাকা’র কমিশনার মুহম্মদ জাকির হোসেনের সার্বিক নির্দেশনা ও বিমানবন্দর ইনচার্জ জয়েন্ট কমিশনার নাজমুন নাহার কায়সার এর তত্ত্বাবধান, সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি চৌকস কাস্টমস টিম রামেজিং অভিযানটি পরিচালনা করেন। জব্দ সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২০ কোটি টাকা।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহাম্মদ জাকির হোসেন বলেন, বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে নিরাপদ রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও কাস্টমস দক্ষতার সঙ্গে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

কাস্টম জানায়, ঘটনার পরিপ্রেক্ষিতে কাস্টমস আইন ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. কর্তৃপক্ষকে বিমানের সামনের কার্গো হোল্ড-এ কিভাবে সোনা এলো এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে বের করে জানানোর জন্য চিঠি দেওয়া হবে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

জব্দ শাহজালাল বিমানবন্দর সোনার বার

বিজ্ঞাপন

খুলনায় জুট মিলে আগুন
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯

আরো

সম্পর্কিত খবর