Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবিষ্যতে আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে: ফারুকী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৭:০৫

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ঢাকা: ভবিষ্যতে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আসিয়ান ডে উপলক্ষ্যে ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শেকড় অনেক গভীরে। দেশগুলোর মানুষের মাঝে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের।’

উপদেষ্টা বলেন, ‘আশিয়ান পর্যটন, দেশগুলোর সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে। যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ও মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা ওসমান।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৭ সালের ৮ আগস্ট আশিয়ান গঠিত হয়।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো