Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে লেনোভোর সেরা পার্টনার স্বীকৃতি পেল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৮:১০

ঢাকা: বাংলাদেশের প্রযুক্তি বাজারে দক্ষতা, পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার ধারাবাহিক স্বীকৃতির অংশ হিসেবে এবার লেনোভোর ‘বেস্ট ডিস্ট্রিবিউটর (ইন্টেল)’ পুরস্কারে ভূষিত হয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো আয়োজিত ‘লেনোভো ৩৬০ ইভলভ ২০২৫’ সম্মেলনে ‘বেস্ট ডিস্ট্রিবিউটর (ইন্টেল)’ পুরস্কারে সম্মানিত হয়েছে এই প্রতিষ্ঠান। গত ৪ আগস্ট মানিগঞ্জের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।

পুরস্কারটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে গ্রহণ করেন সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। লেনোভোর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বাজারে ইন্টেলভিত্তিক লেনোভো পণ্যের বিস্তার, নিরবচ্ছিন্ন ডিস্ট্রিবিউশন চেইন এবং দৃঢ় পার্টনারশিপ গড়ে তোলার জন্যই গ্লোবাল ব্র্যান্ড পিএলসিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

বিজ্ঞাপন

লেনোভো ৩৬০ ইভলভ ইভেন্টে অংশগ্রহণকারীরা পেয়েছেন এআই, ক্লাউড এবং চ্যানেল স্ট্র্যাটেজি বিষয়ক মূল্যবান সেশন ও অভিজ্ঞদের দিকনির্দেশনা। লেনোভোর দৃষ্টিতে— ‘স্মার্ট পার্টনারশিপ’-ই আগামী দিনের এআই-চালিত প্রযুক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর পথ খুলে দিতে পারে।

টেকনোলজি খাতে নিরবিচারে কাজ করে যাওয়া এক সফল অভিযাত্রার আরেকটি গর্বের অধ্যায় যোগ হলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসির নামের পাশে।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, এই অর্জন প্রতিষ্ঠানটির মানের প্রতি প্রতিশ্রুতি এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নীতির স্বীকৃতি। পাশাপাশি এটি বাংলাদেশের প্রযুক্তি খাতে ভবিষ্যতে আরও দৃঢ় ভূমিকা রাখার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সারাবাংলা/ইএইচটি/ইআ
বিজ্ঞাপন

আরো