Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বিভাগে বাড়বে নদ-নদীর পানি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৮:১২

বন্যার পানিতে ডুবে গেছে নিম্নাঞ্চল। ফাইল ছবি

ঢাকা: আগামী কয়েকদিন দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বাড়বে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে এসব বিভাগের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই, ভুগাই, কংসসহ একাধিক নদীর পানি আগামী দুইদিনের মধ্যে বাড়তে পারে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সংস্থাটি নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস সম্পর্কিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়, এতে করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগে গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। মুহুরী, সেলোনিয়া এবং নোয়াখালীর বিভিন্ন খালের পানিও সতর্কসীমা ছুঁতে পারে। ফলে ফেনী ও নোয়াখালী জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকলেও পরবর্তী দুইদিনে তা বাড়তে পারে। দ্বিতীয় বা তৃতীয় দিনে এসব নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। সেক্ষেত্রে, নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে কৃষিজমি ও মৎস্য খামার রক্ষায় প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো