দিশারী পরিবহনের সেই চালক লক্ষ্মীপুরে গ্রেফতার
৪ জুলাই ২০১৮ ১৮:২৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দিশারী পরিবহনের বাস চালক হানিফকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ জুলাই) বিকেলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।
সোমবার (২ জুলাই) সকালে মিরপুর চিড়িয়াখানা সড়কে দিশারী পরিবহনের একটি বাসে চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ছাত্র মাসুদ রানা নিহত হন। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তার সহপাঠীরা। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা অবরোধ করে রাখেন সনি সিনেমা হলের সামনের সড়ক।
পুলিশ ওই চালক (ড্রাইভার) ও সহকারীকে (হেলপার) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে উঠে যান। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করতে ব্যর্থ হলে পরদিন ফের রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।
মাসুদ রানা নিহত হলে ২ জুলাই তার বাবা সৈয়দ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শাহ আলী থানায় দণ্ডবিধির ৩০৪ ধারা (হত্যার উদ্দেশ্য ছিল না, কিন্তু কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে) ও ২৭৯ ধারায় (সড়কে বেপরোয়া গাড়ি চালানোর কারণে কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে) মামলা (মামলা নম্বর-১) দায়ের করেন।
আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরে মামলার প্রধান আসামি হানিফ লক্ষ্মীপুরে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে হানিফকে গ্রেফতার করে রাতেই ঢাকায় নিয়ে আসা হয়।
সারাবাংলা/ইউজে/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook