Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ১৬ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফ’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ২৩:৩৮

১৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আটকদের মধ্যে দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।

এর আগে বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

আটকদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলায়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর থানায় বিজিবি কর্তৃক দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ভারত থেকে বিনা পাসপোর্টে অবৈধভাবে দেশে ফেরার সময় গত ৫ আগস্ট পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ ১৬ বাংলাদেশিকে আটক করে। পরদিন ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের মধ্যস্থতায় সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাতেই তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম, ল্যান্স নায়েক মো. হালিম, সিপাহী আজহারুল ইসলাম ও নুর নবী ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং তাদেরকে থানায় হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃত ১৬ বংলাদেশি নাগরিকের মধ্যে বৃহস্পতিবার সকালে দুই জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাছাই বাছাই শেষে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এইচআই