অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী এনায়েত উল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে চালানো ‘বানোয়াট, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক’ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রেস বিবৃতিতে তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি জানান, সম্প্রতি একটি কুচক্রী মহল তার ব্যক্তিগত ছবি ও কার্যক্রম বিকৃতভাবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং মানহানিকর। এসব অপপ্রচারের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন এবং গত ৫ আগস্ট ফ্রান্সের একটি আদালতে মামলা (মামলা নম্বর: PV n°01839/2025/015333) দায়ের করেছেন।
তিনি বলেন, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রবাসীদের অধিকার রক্ষায় সবসময় কাজ করে যাচ্ছি। এসব অপপ্রচারের উদ্দেশ্যই আমার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করা।’
কাজী এনায়েত উল্লাহ এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসী সমাজ, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ব্যবসার পাশাপাশি তিনি আয়েবা, ডব্লিউবিও এবং ফ্রান্স-বাংলাদেশ ইকনোমিক চেম্বারে নেতৃত্ব দিয়ে আসছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রেখে চলেছেন।