Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে জনসম্মুখে সাংবাদিককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ০০:২২ | আপডেট: ৮ আগস্ট ২০২৫ ০০:৩৩

আসাদুজ্জামান তুহিন

ঢাকা: জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় জনসম্মুখে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তবে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই

কুপিয়ে হত্যা খুন গাজীপুর সাংবাদিক হত্যা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর