Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক-উইলিয়ামসকে ছাড়িয়ে টেইলরের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২৫ ০৯:২০

মুশফিককে ছাড়িয়ে অন্য উচ্চতায় টেইলর

এখনো খেলতে থাকা ক্রিকেটারদের মধ্যে দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের রেকর্ডটা এতদিন ছিল জিম্বাবুয়ের শন উইলিয়ামসের। ঠিক তার পরেই ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিমের। এবার তাদেরকেই টপকে গেলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। সক্রিয় মুশফিক-উইলিয়ামসকে ছাড়িয়ে তিনিই এখন সবচেয়ে লম্বা সময় ধরে টেস্ট খেলা ক্রিকেটার।

দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন টেইলর। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেই অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। টেইলরের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৪ সালের মে মাসে। শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর পেরিয়ে গেছে ২১ বছরেরও বেশি।

বুলাওয়োতে মাঠে নামায় টেইলরের টেস্ট ক্যারিয়ার এখন ২১ বছর ৯৩ দিনের। টেইলর ছাড়িয়ে গেছেন সতীর্থ উইলিয়ামস ও মুশফিককে।

বিজ্ঞাপন

২০০৫ সালে অভিষেক হওয়া উইলিয়ামসের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ২০ বছর ১৬৩ দিন। মুশফিকের টেস্ট ক্যারিয়ার ২০ বছর ৩৩ দিনের। ২০০৫ সালে অভিষেক হওয়া মুশফিক তার সর্বশেষ টেস্ট খেলেছেন গত জুন মাসে। অন্য সব ফরম্যাটকে বিদায় বললেও এখনো টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন মুশফিক।

বুলাওয়েতে নেমে এই দুইজনকেই ছাড়িয়ে গেছেন টেইলর। সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের রেকর্ডের তালিকায় টেইলর আছেন ১২ নম্বরে। এই রেকর্ডের চূড়ায় ইংলিশ কিংবদন্তি উইলফ্রেড রোডস (৩০ বছর ৩১৫ দিন)। পাঁচটি ভিন্ন দশকে টেস্ট খেলেছেন তিনি (১৮৯০, ১৯০০, ১৯১০, ১৯২০ ও ১৯৩০)। সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ডও রোডসের (৫২ বছর ১৬৫ দিন)।

সারাবাংলা/এফএম

ব্রেন্ডন টেইলর মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর