Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে ঘুমানোয় সরকারি দলকে খোঁচা


৪ জুলাই ২০১৮ ১৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করসেপন্ডেন্ট ।।

ঢাকা: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত প্রশ্নের উত্তর চলাকালীন সময়ে ঘুমানোর জন্য সরকারি দলের সদস্যদের খোঁচা দিলেন  সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম।

বুধবার (৪ জুলাই) দুপুরে দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ফখরুল ইমামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। সে সময় তিনি লিখিত ৩৪ পৃষ্ঠার উত্তরের ২৬ পৃষ্ঠা পাঠ করেন। আর সংসদ নেতা এত লম্বা সময় ধরে যখন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তখন সরকারি দলের কয়েকজন সদস্য সংসদ নেতার আসনের পিছনের সারিতেই ঘুমে আচ্ছন্ন ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

সংসদ নেতার লিখিত প্রশ্নের জবাব শেষ হলে সম্পূরক প্রশ্নে বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘উত্তরে আমি শুধুই বলবো ‘ব্রাভো’। মাননীয় প্রধানমন্ত্রী ডিটেইলস এলাবোরেট এবং ইনটিগ্রেটেড শিক্ষার রিপোর্ট দিয়েছেন তাতে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমার মনে হয়েছে, আমাদের বিরোধী দলের নেতা, আমাদের মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ খুব মনোযোগ সহকারে শুনেছেন। কিন্তু ওই দিকের অনেকের চোখে একটু ঘুম ছিল মনে হয়? অনেকক্ষণ তো? এক ঘণ্টা!

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে, যাদের নিয়ে উনি উত্তরটা দিয়েছেন, সেই শিক্ষা মন্ত্রীও হয় তো ভাবনায় পড়ে গেছেন, এত কাজ কখন করলাম। এই বিবরণটা দেখে আমার ধারণা তাই হয়েছে।

ছোট একটি প্রশ্ন করতে চাই’ উল্লেখ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘আপনি কি জানেন আপনার দুই চোখের মধ্যে সম্পর্ক কি? তারা একসঙ্গে নড়ে, একসঙ্গে পলক পড়ে, একসঙ্গে কাঁদে, একসঙ্গে দেখে, একসঙ্গে ঘুমায়? যদিও তারা একে অপরকে দেখতে পায় না? এটা কিন্তু ফ্রেন্ডশিপ। বিগত দুই দিন আগে আমরা দেখেছি, জাতিসংঘের মহাসচিব এবং আমাদের বিশ্বব্যাংকের সভাপতি এসেছিলেন, রেডক্রিসেন্টের সভাপতি এসেছিলেন। এটা বৈদেশিক বুন্ধত্বের কী ফল এবং আমাদের দেশে রাজনীতিক বন্ধুত্বের কী অবস্থা?

ফখরুল ইমাম এমন প্রশ্ন করে নিজের আসনে বসলে স্পিকার তার উদ্দেশ্যে বলেন, প্রশ্ন তো করেননি কিছু? এটা তো সংশ্লিষ্ট বিষয় নয়। আর শিক্ষার মান উন্নয়নের ব্যাপক কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী বিবৃত করেছেন। কাজেই সে বিষয়ে আর প্রশ্ন থাকার কথা নয়?

এর জবাবে ফখরুল ইমাম বলেন, সেই বিষয়ে আমি প্রশ্ন করিনি। সেজন্য আমি অন্য বিষয়ে যদি উনার সম্মতি হয়। উত্তরটা শুনলে খুশি হবো।

এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূরক প্রশ্নের জবাবের শুরুতে হাসতে হাসতে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি তো প্রশ্ন খুঁজে পাইনি? আর প্রশ্নের উত্তরে শেষের দিকে শেখ হাসিনা কবিতার ছন্দে ছন্দে বলেন, দুই চোখে মোর জলের ধারা, মেঘনা-যমুনা। মেঘনা-যমুনা বয়ে যাচ্ছে, পদ্মাও বয়ে যাচ্ছে। সেই অশ্রু সংবরণ করেই পিতা-মাতা-ভাই-স্বজন হারানোর বেদনাকে বুকে নিয়ে, দুচোখের অশ্রু ধারাকে সংবরণ করে আমি এগিয়ে যাচ্ছি বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে।

সারাবাংলা/এনআর/এমআই

জাতীয় সংসদ ফখরুল ইমাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর