ঢাকা: বাজারে আগুন ছড়াচ্ছে পেঁয়াজের দাম। কয়েক সপ্তাহ আগেও ৫০ থেকে ৬০ টাকায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা। আর আদার কেজিও এখন ৩০০ টাকার ঘরে। বাজারে খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে। দাম বাড়তি রয়েছে ব্রয়লার মুরগিরও। এছাড়া, কাঁচাবাজারে সব ধরনের সবজির দামও চড়া।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজার, বিজয়সরণীর কলমিলতা ও মিরপুরের ইব্রাহিমপুর বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।
বাজারে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে। কয়েক সপ্তাহ আগেও ৫০ থেকে ৬০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। বেড়েছে আদার দামও। বর্তমানে বাজার আমদানি করা আদা ৩০০ থেকে ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর দেশি রসুন ১৬০ টাকা কেজি, আমদানি করা রসুন ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে দেখা গেছে, প্রতিকেজি ৮০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। এর নিচে শুধু মিলছে ৪০ টাকা কেজি দরে পেঁপে এবং ৩০ টাকা কেজি দরে আলু। বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ৯০ টাকা থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, উস্তা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুমুখী ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে গাজর ১৪০ টাকা, শসা ১২০ থেকে ১৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ধন্দুল ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায় ও টমেটো প্রতি কেজি ২০০ টাকায়। আর সম্প্রতি ৩০০ টাকায় উঠা কাঁচামরিচ এখন ২২০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ টমেটো ১৬০ থেকে ২০০ টাকা, গাজর ২০০ টাকা ও শশা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে, বাজারে এখন ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহ খানেক আগেও ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে৷ আর বাজারে খাসির মাংস ১২০০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর প্রতিহালি ডিম ৪৬ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ ডজনপ্রতি ১৪০ থেকে ১৪৫ টাকা।
এদিকে, বাজারে ইলিশের দামও চড়া রয়েছে। বাজারে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২১০০ টাকা পর্যন্ত। মাঝারি সাইজের ইলিশের দামও ১২০০ টাকা থেকে শুরু হচ্ছে। আর ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে সয়াবিন তেল (লুজ) বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৭২ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ১৬২ টাকা। পাম অয়েল ও সুপার পাম অয়েলের দামও বেড়েছে যথাক্রমে ১০ ও ১১ টাকা করে। খোলা ময়দার দাম বেড়ে হয়েছে ৬৫ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ থেকে ৫৫ টাকা। আর বাজারে চালের দামও বাড়তি রয়েছে।