ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিবের এক লিখিত বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন।
উক্ত লিখিত বার্তায় বলা হয়েছে, ‘প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যায় প্রেসক্লাবের কার্যক্রমে আপনার উপস্থিতি প্রশংসনীয়। আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যায় প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হলো। দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার এ সম্পৃক্ততা জগন্নাথ বিশ্ববিদ্যায় প্রেসক্লাবের অগ্রযাত্রাকে আরও বেশি বেগবান করবে।’
উল্লেখ্য, নজরুল ইসলাম অতীতে দৈনিক দিনকালে জবি প্রতিনিধি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকায় রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।