ঢাকা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে তুহিনের বড়ভাই মো. সেলিম বাদী হয়ে এই মামলা করেন। এরপর পুলিশ রাতেই সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান সারাবাংলাকে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দানা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শতশত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। এ ঘটনা প্রথমে চাঁদাবাজির কারনে ঘটেছে বলে প্রচার করা হলেও পরে জানা যায়, মুলত একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়।