Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে পারব: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১৯:০০ | আপডেট: ৮ আগস্ট ২০২৫ ২১:৫৮

মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায় প্রতিষ্ঠার মাধ্যমে আসন্ন নির্বাচনে একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাই মাসে ছাত্র-শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে সকলে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থেকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া এলডিপি ও লেবার পার্টির নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসএস

কল্যাণমূলক তারেক রহমান নির্বাচন রাষ্ট্র

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর