Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১৯:৪০

দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সিফাত মোল্লা (২৫) ও মাসুম বেগ (২৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানাধীন নিউমার্কেটের ১ নম্বর গেটের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে ভুক্তভোগী ফেসবুক ব্রাউজ করার সময় ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রেফতার আসামিদের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশে তিনি মোবাইল ব্যাকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে ওই ব্যক্তির কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন।’’

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ‘গত ৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে এবং ৭ আগস্ট ভোর সোয়া ৫টার দিকে মো. মাসুম বেগকে কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃহ চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

সারাবংলা/এমএইচ/এইচআই

ইলিশ গ্রেফতার প্রতারণা ফেসবুক

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর