Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২০:১৫

সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

ভোলা: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ভোলা প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। পরে প্রেসক্লাব হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক এমএ বারী, সুজন সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দৈনিক আমারদেশ প্রতিনিধি ইউনুস শরীফ, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, আজকের পত্রিকার প্রতিনিধি শিমুল চৌধুরী, মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম, ডিভিসি প্রতিনিধি এইচ এম জাকির, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক মশিউর রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, মিডিয়া হাউজের সভাপতি মো. জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহিন কাদের, সংগ্রামের প্রতিনিধি হেলাল উদ্দিন, আজকের ভোলার সহ-সম্পাদক শাহরিয়ার জিলন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর