Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সাজা শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২১:২৭ | আপডেট: ৮ আগস্ট ২০২৫ ২১:২৯
সিলেট: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন ৫ নারীসহ ২২ জন বাংলাদেশি নাগরিক।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে হস্তান্তর করে।
ভারতের মেঘালয়ের তুরা কারাগারে সাজা শেষে ফেরত পাঠানো এসব বাংলাদেশিকে ইমিগ্রেশন ও বিজিবির উপস্থিতিতে গ্রহণ করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া জানান, দীর্ঘদিন কারাভোগ শেষে ২২ জন বাংলাদেশিকে ভারতীয় কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় তাঁদের বিএসএফ ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সাজা শেষে বাংলাদেশ সরকারের আবেদনে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ফেফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন নেত্রকোনার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ন মহানায়ক, প্রনয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মো. কাউসার আলী (১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট উপজেলার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ উপজেলার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার উপজেলার ইকরামুর রহমান সায়েম (১৬), এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মো. হাসান আলী (৩০), যশোর সদর উপজেলার কাশফিয়াতুন নূর (১৭) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মো. শামীম (৩৫)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

তামাবিল বাংলাদেশি ভারত সাজা

বিজ্ঞাপন

খুলনায় জুট মিলে আগুন
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯

আরো

সম্পর্কিত খবর