ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, দেশের রাজনীতিতে ডানপন্থী, বামপন্থী, চরমপন্থী—সব ধরনের রাজনৈতিক দল থাকলেও বিএনপির মধ্যপন্থী অবস্থানই তাদের সবচেয়ে বড় গ্রহণযোগ্যতার কারণ।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী ও জন্ম শতবার্ষিকী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির যত সমালোচনা করা হোক না কেন, ঘুরে ফিরে সবাই একমত— বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’
তিনি আরও বলেন, ‘‘বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থায় নানা দুর্বলতা থাকলেও এখনো এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি। ডেমোক্রেসির বড় দুর্বলতা হলো অর্থনৈতিকভাবে এর অপব্যবহার বা ‘প্রলিফারেশন অব মানি’। তবুও ‘ডেমোক্রেসি ইজ ব্যাড, বাট আদার সিস্টেমস আর ওয়ার্স’—এই কথাটাই সত্য।”
বিএনপিকে ভদ্রলোকের দল বলে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে ঠাট্টা করে বলতেন, বিএনপি কিছু করতে পারবে না। আমরা বলেছি—আমরা করতে চাই না, ভদ্রলোক হয়েই থাকতে চাই।’
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পর দেশে নতুন রাজনৈতিক আবহ সৃষ্টির কথা স্মরণ করে তিনি বলেন, ‘সিপাহী-জনতার বিপ্লবের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে যাদু মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিদেশি কূটনৈতিক মহলেও যাদু মিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল প্রশংসিত।’
মঈন খান বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের কথা বলার স্বাধীনতা, ন্যূনতম বেঁচে থাকার নিশ্চয়তা ও মতপ্রকাশের অধিকারই সবচেয়ে বড় শক্তি। এর চেয়ে ভালো গণতন্ত্র হতে পারে না।’