নীলফামারী: রাজনৈতিক ও ভাঙচুরের পৃথক মামলায় নীলফামারীতে দুই আইনজীবীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তাঁদের গ্রেফতার করা হয় এবং শুক্রবার (৮ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া আইনজীবীরা হলেন—নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর এলাকার অ্যাডভোকেট সেলিম শাহ (৪০), তিনি জেলা আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক; এবং ডিমলা উপজেলার তিতপাড়া গ্রামের অ্যাডভোকেট তৈয়বুর রহমান (৩৫), তিনি আওয়ামী আইনজীবী পরিষদের নেতা।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. সাঈদ জানান, রাজনৈতিক ও ভাংচুরের পৃথক দুই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।