ঢাকা: গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ব্রাদার-এর ব্রাদার নিউ ইঙ্ক ট্যাঙ্ক সিরিজ — একটি আধুনিক ও নির্ভরযোগ্য প্রিন্টিং সমাধান, যেখানে রয়েছে দ্রুত গতি, উজ্জ্বল রঙ, এবং জায়গা বাঁচানোর মতো স্মার্ট ডিজাইন।
যারা চায় স্পেস সেভ করে প্রফেশনাল‑লেভেলের ব্রিলিয়ান্ট কালার আউটপুট, তাদের জন্য এই সিরিজ নিঃসন্দেহে সেরা। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সেই সেরা সমাধান পৌঁছে দিচ্ছে আপনার হাতের নাগালে, বিশ্বস্ততা আর মানের নিশ্চয়তা দিয়ে।
শুক্রবার (৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, ব্রাদার নিউ ইঙ্ক ট্যাঙ্ক সিরিজ একইসঙ্গে কাগজের দুই পাশে প্রিন্ট—অর্থ বাঁচায়, সময়ও বাঁচায়। মিনিটে ৩৪ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে, এটি দ্রুত কাজের জন্য আদর্শ। ২৫০ শিট ধারণক্ষমতাসম্পন্ন ট্রে, বারবার কাগজ ভরার ঝামেলা নেই। ছোট জায়গাতেও ফিট হয়, কিন্তু রেজাল্ট দেয় বড়—প্রফেশনাল লুকের প্রিন্ট। বিভিন্ন আকারের কাগজ প্রিন্ট করার সহজ সুবিধা ও অটোমেটিক ডকুমেন্ট ফিডারের সুবিধা রয়েছে।
মডেল গুলি যথাক্রমে- MFC‑T930DW, DCP‑T830DW, DCP‑T730DW, DCP‑T530DW। প্রতিটি মডেলেই রয়েছে প্রিন্ট, স্ক্যান, কপি এবং ওয়্যারলেস সুবিধা; MFC‑T930DW অতিরিক্তভাবে ফ্যাক্স ফিচারও সমর্থন করে। মডেলগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে।