Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক তুহিন হত্যা: নারীসহ গ্রেফতার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ০১:১৪ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ০২:৫৮

গ্রেফতার ৪ আসামি। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে জানান জিএমপি উত্তরের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) রবিউল ইসলাম। তিনি বলেন, ‘ফুটেজ দা, ছুরি ও চাপাতি হাতে যাদের দেখা গেছে, গ্রেফতার তিন জন তাদের মধ্যে ছিল।’

গ্রেফতার আসামিদের মধ্যে ঘটনার শুরুতে ভিডিওতে যে নারীকে দেখা গেছে তার নাম গোলাপি। এ ছাড়া, ফুটেজে চাপাতি হাতে (দাঁড়িওয়ালা এবং মাথায় ক্যাপ পড়া) কোপানোর জন্য যাকে দৌড়াতে দেখা যায় সেই ব্যক্তি ফয়সাল ওরফে কেটু মিজান। অপরজন ফুটেজে সাদা শার্ট ও জিনসের প্যান্ট পড়া চাপাতি হাতে দাড়ানো সেই যুবক, যার নাম স্বাধীন। তাদের মধ্যে ফয়সাল ওরফে কেটু মিজান ও গোলাপী স্বামী-স্ত্রী। এছাড়াও, আল আমিন নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তাদের শুক্রবার রাতে মহানগরীর সদর থানাধীন সালনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১২ টার দিকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক টিম বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামিদের শনাক্ত করা এবং তাদের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় ওই চার জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আরো অনেক কিছু এখন বলা যাচ্ছে না। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করা যায় জড়িতদের দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে।’

সারাবাংলা/ইউজে/এসএস

গ্রেফতার তুহিন নারী সাংবাদিক হত্যা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর