Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের বিমানবন্দরসহ ৩ স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ০৯:০২ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ০৯:০৬

ইয়েমেনের ড্রোন হামলার প্রতীকী ছবি।

ইসরায়েলের অভ্যন্তরে তিনটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ড্রোনগুলো তিনটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শুক্রবার (৯ আগস্ট) ইয়েমেনের হুতিরা এ দাবি জানান। সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’-এর বরাতে এ তথ্য জানা গেছে।

সারি বলেন, তিনটি হামলার মধ্যে দুটি ইসরায়েলের তেলআবিবের লদ বেন গুরিওন বিমানবন্দর ও আশকেলনের সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তৃতীয় হামলায় দখলকৃত অঞ্চলের হাইফা বন্দরকে আঘাত করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এই পদক্ষেপগুলো ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে নেওয়া হয়েছে, যা গাজায় ইসরায়েলের গণহত্যা ও অনাহার সৃষ্টির কৌশল, এবং ইসরায়েলি বসতকারীদের বারবার আল-আকসা মসজিদে হামলা ও অপবিত্র করার জবাব।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইয়েমেন থেকে ড্রোন অনুপ্রবেশের সন্দেহে গাজা সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে সাইরেন বাজানো হয়।

সারাবাংলা/এনজে

ইয়েমেন ইসরায়েল ড্রোন হামলা বেন গুরিওন বিমানবন্দর

বিজ্ঞাপন

খুলনায় জুট মিলে আগুন
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯

আরো

সম্পর্কিত খবর