Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগে কয় ম্যাচ নিষিদ্ধ হলেন বার্সা কোচ ফ্লিক?

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ১০:০৭

চ্যাম্পিয়নস লিগে মৌসুমের প্রথম ম্যাচেই নিষিদ্ধ হলেন ফ্লিক

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে বেশিদিন বাকি নেই। মৌসুম শুরুর আগেই একটা দুঃসংবাদ শুনলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই নিষিদ্ধ হয়েছেন তিনি।

কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? ইউয়েফা জানিয়েছে, গত মৌসুমের বার্সা-ইন্টার মিলান ম্যাচের এক ঘটনাকে কেন্দ্র করেই এসেছে এই নিষেধাজ্ঞা।

গত আসরের সেমিতে মুখোমুখি হয়েছিল বার্সা-ইন্টার। নাটকীয় সেই ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ওঠে ইন্টার। সেই ম্যাচের হার মেনে নিতে পারেননি ফ্লিক। রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।

মাঠে সমর্থকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫২৫০ ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। এছাড়া ম‍্যাচ চলাকালে আতশবাজি পোড়ানোয় ২৫০০ ডলার জরিমানা করা হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে।

বিজ্ঞাপন

আগামী সেপ্টেম্বরে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুম। এর আগে হবে গ্রুপ পর্বের ড্র।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

যশোরে যুবককে কুপিয়ে হত্যা
১৩ আগস্ট ২০২৫ ১২:১৫

আরো

সম্পর্কিত খবর