Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ু মানে উন্নতি, দূষণ তালিকায় ৪২তম

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১০:১০ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১০:১৩

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ু দূষণের দিক থেকে শনিবার (৯ আগস্ট) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪২তম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৫০, যা ভালো মানের বাতাস হিসেবে বিবেচিত হয়।

আজকের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই স্কোর ১৫৮। এর পর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৬), চিলির সান্তিয়াগো (১৪৭), সৌদি আরবের রিয়াদ (১৩৬) এবং বাহরাইনের মানামা (১৩২)।

আজকের শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা (একিউআই স্কোর):
১. কিনশাসা, কঙ্গো- ১৫৮
২. জাকার্তা, ইন্দোনেশিয়া- ১৫৬
৩. সান্তিয়াগো, চিলি- ১৪৭
৪. রিয়াদ, সৌদি আরব- ১৩৬
৫. মানামা, বাহরাইন- ১৩২
৬. লাহোর, পাকিস্তান- ১২৮
৭. দোহা, কাতার- ১২৪
৮. বাটাম, ইন্দোনেশিয়া- ১১৫
৯. কুয়ালালামপুর, মালয়েশিয়া- ১১৩
১০. মন্ট্রিল, কানাডা- ১০৩

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানান, ০ থেকে ৫০ স্কোরের শহরের বাতাসকে ভালো, ৫১-১০০ স্কোরকে মাঝারি, ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ এর উপরের স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।

বায়ুদূষণ কমাতে যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ, শিল্পকারখানার নির্গমন হ্রাস, বর্জ্য পোড়ানো বন্ধ এবং সবুজায়ন বাড়ানোর মতো পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা।

সারাবাংলা/এফএন/এনজে

উন্নতি দূষণ বায়ু মান

বিজ্ঞাপন

খুলনায় জুট মিলে আগুন
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯

আরো

সম্পর্কিত খবর