রংপুর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা দেশবাসী এবং বিশ্ববাসীকে ওয়াদা দিয়েছেন—আমি একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। এই যে তিনি বিশ্বব্যাপী ওয়াদাটা দিচ্ছেন, আমাদের ওপর আস্থা আছে বলেই।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সিইসি।
সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রমুখ অংশ নেন।
নির্বাচনে সবথেকে বড় চ্যালেন্স কি? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্র, সরকার, দল, সরকারি প্রতিষ্ঠান যখন এক হয়ে যায়; সরকার পতনের সঙ্গে সঙ্গে সবকিছু ধ্বংস হয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশে এমন পরিস্থিতি ঘটেছিল। বিশেষ করে ইরান, ইরান, রোমানিয়া আরও অনেক দেশ আছে যেখানে এমন পরিস্থিতি হয়েছে। সে তুলনায় যদি দেখি আমরা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা ভালো অবস্থানে আছে।
তিনি বলেন, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা সকলেই দেখেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল আর বর্তমান পরিস্থিতি দেখছেন। আপনারা ঘুমাচ্ছেন কিন্তু আইনশৃঙ্খলাবাহিনী ঘুমোচ্ছে না তারা কিন্তু দায়িত্ব পালনেই ব্যস্ত। একনিষ্টভাবে দায়িত্ব পালন করছেন তারা। আমরা মনে করি নির্বাচনের দিনক্ষণ যতো ঘনিয়ে আসবে; আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অনেক ভালো হবে।
নির্বাচন কমিশনের ওপর ভোটারদের আস্থা কমে গেছে উল্লেখ করে কমিশনের জন্য এটি আরও একটি বড় চ্যালেঞ্জ মনে করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটাররা দেখেছেন কমিশনের কোনো ভরসা নাই। কমিশনের প্রতি আস্থা রাখতে পারছেন না তারা। এ জন্য তারা ভোটকেন্দ্রে যেতে চান না। তারা মনে করেন— ভোটকেন্দ্রের যাব না একদিন ছুটি পেয়েছি একটু ঘুমিয়ে নিই; ভোটকেন্দ্রে না গেলেও আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দেবে।
এ জন্য এমন পরিস্থিতি ফিরিয়ে আনতে সাংবাদিকদের বড় দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন তিনি।
ফেসবুকে সাংবাদিকতা করার না করার অনুরোধ জানিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এখন এমন একটা পরিস্থিতি হচ্ছে আমি কোনো কিছু বলিনি, প্রধান উপদেষ্টা কোনো কিছু বলেননি অথচ রাতে দেখা যাচ্ছে ফেসবুকে এমন কিছু ঘটনা আপলোড দেওয়া হয়েছে আমি নাকি এই কথা বলেছি বা তিনি নাকি কথা বলেছেন। সাংবাদিকদের প্রতি অনুরোধ সোশ্যাল মিডিয়ার কনটেন্ট যাচাই না করে আপনারা সংবাদ প্রকাশ করবেন না।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে–এটিক আরেকটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, এটি আধুনিক হুমকি। এটি অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে। নির্বাচনকে প্রভাবিত করতে যেকোনো ধরনের প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে।