Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১২:১০ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১২:২৩

ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে আলাইয়ারপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে প্রবাসী বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান। তিনি বলেন এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মামলায় আসামি করা হয়েছে লক্ষ্মীপুর সদরের হাজীরপাড়া ইউনিয়নের ফয়েজ আহমদের ছেলে মাইক্রোবাস চালক এনায়েত হোসেনকে।

মামলায় উল্লেখ করা হয়, চালক এনায়েতের অসাবধানতা ও তাকে একাধিকবার সতর্ক করার পরও চোখে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালায়। আর তার ঘুমের ভাবের কারণে গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং এতে বাদীর পরিবারের সাতজনের প্রাণহানি হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ওমান থেকে বিমান বন্দরে নেমে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে গত বুধবার (৭ আগস্ট) ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহর উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবী লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজী রেশমী আক্তার (৮) ও লামিয়া (৯) নিহত হন।

সারাবাংলা/ইআ

নোয়াখালী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর