Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় স্কুলছাত্রীর ধর্ষক রিফাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১৪:১২ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১৪:৪০

গ্রেফতার মো. রিফাত হোসেন।

নওগাঁ: নওগাঁর গোল্লা মাধুপাড়া এলাকায় শুক্রবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ধর্ষক অভিযুক্ত মো. রিফাত হোসেনকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার রিফাত জেলার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী। ৭ জুলাই ঘটনার দিন দুপুরে বিনোদপুর প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা আসামি মো. রিফাত হোসেন ভুক্তভোগীর মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওই ওয়াশরুমে নিয়ে যায়। সেখানে তাকে রিফাত ধর্ষন করে এবং এ সময় মামলার অপর আসামি মো. ধানী দানেস পাহারা দেয়। পরে তারা ধর্ষণের ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় মহাদেবপুর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলা তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে শুক্রবার রাতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি রিফাতকে গ্রেফতার করে।

নওগাঁ জেলার মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসামিকে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার ধর্ষক স্কুলছাত্রী

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর