Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১৫:৩১ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১৭:২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশের নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলপ্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘‘বাংলাদেশের ভালো পরিবর্তন প্রত্যাশা করে প্রতিটি নাগরিক। ২০২৪ সালের ৫ আগস্টের দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পাছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করছে।’’

বিজ্ঞাপন

‘‘সাধারণ মানুষের এই প্রত্যাশা পূরণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দলের দলের মধ্যে গণতান্ত্র চর্চা বাড়াতে হবে। গণতন্ত্রের ভীতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা সম্ভব’’— বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘‘কেবল একটি সরকার বা রাজনৈতিক দলের পক্ষে দেশের ব্যাপক পরিবর্তন আনা সম্ভব না। এ জন্য প্রয়োজন সব শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ। হ্যাঁ, সরকার বা রাজনৈতিক দল পলিসি নির্ধারণ করবে, আর সেটা বাস্তবায়নের চেষ্টা করবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা ও সদিচ্ছাটাই আসল।’’

তারেক রহমান বলেন, ‘‘এখানে যারা চিকিৎসক আছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে একটু ভূমিকা পালন করলে, একটু চেষ্টা করলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সবাই একটু একটু করে এগিয়ে এলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন কোনো কাজ না। আমরা সবাইকে আমাদের কাঙিক্ষত সোনার বাংলা নির্মাণ করতে চাই।’’

রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘‘যত সংস্কার নিয়ে কথা হচ্ছে, আড়াই বছর আগে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপিই সেসব জাতির কাছে উপস্থাপন করেছিল। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফার মধ্যেই সব সমস্যার সমাধান আছে বলে আমরা মনে করি।’’

২৪ এর গণঅভ্যুত্থানে চিকিৎসকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘’২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকরা আহত শিক্ষার্থীদের সাহসিকতার সঙ্গে যে চিকিৎসা দিয়েছেন, তা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ড্যাবের এই কাজের মূল্যায়ন করবে।’’

সম্মেলনে প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় তার সন্তান হিসেবে দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, ‘‘গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা যারা সার্বক্ষণিক তার চিকিৎসাসেবা দিয়েছেন, একজন সন্তান হিসেবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

সারাবাংলা/এজেড/ইআ

তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর