কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে রুপবান বেগম (৫৮) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপগ্রাম বাজারে পাশের সিকদার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) দুপুরের দিকে রুপবান বেগম বাড়ির পাশের একটি পুকুরে গোসোল করতে গিয়ে নিখোঁজ হন। আজ (শনিবার) পাশের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। রুপবান বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে জানান, সকালের দিকে পুকুর থেকে একজন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মরদেহটি পাঠানো হয়েছে। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।