Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১৬:১৮ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১৬:২২

বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে শহরের রাজমাঠে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।

এ সময় আদিবাসী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. মং উষাথোয়াই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা।

আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি, শিক্ষা ও জীবনের অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এ ছাড়া তারা পার্বত্য অঞ্চলে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদসহ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বিজ্ঞাপন

আলোচনা শেষে রাজার মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে এসে শেষ হয়। র‍্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/ইআ

আদিবাসী দিবস বান্দরবান

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর