Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১৭:০১ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১৯:৫১

মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর: ফরিদপুরে একটি ভাড়া বাসা থেকে মিম আক্তার (১৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। এ ঘটনার পর তার স্বামী মিরাজ বিশ্বাস (২৫) পলাতক।

শনিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে শহরের পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের রঘুনন্দনপুরের আব্দুল জলিলের চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নারী শরিয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে।

বাড়িওয়ালা জলিল শেখের স্ত্রী নুরুন্নাহার বারী জানান, ৬ মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন মিম ও মিরাজ। মিম একটি বিউটিপার্লারে কাজ করেন। মিরাজ একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তাদের মধ্যে মাঝেমধ্যে ঝগড়াঝাটি হতো বলে জানতাম। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে শুনেছি। আজ ভোর রাতে আমাকে ডেকে গেটের তালা খুলে দিতে বলেন মিরাজ। কারণ জানতে চাইলে বলেন, তার এক আত্মীয় মারা গেছেন এবং সেখানে যাবেন। পরে গেট খুলে দিলে তিনি চলে যান।’

তিনি আরও বলেন, ‘পরে সকালে দুইজন ছেলে এসে মিরাজের আত্মীয় পরিচয়ে আমাদের সঙ্গে নিয়ে ওই বাসায় যেতে চান। একপর্যায়ে আমরা গেলে মৃত অবস্থায় ফ্লোরে পরে থাকতে দেখি মিমকে। এটা দেখেই ওই দুইজন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি ঘরের ভেতর কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল। তার গলায় একটি আঘাত শনাক্ত করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, তার স্বামী পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশ কাজ করছে। এ ছাড়া নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

উদ্ধার নারীর মরদেহ ফরিদপুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর