Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করছে: সাদ্দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১৮:১৫ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১৯:৫০

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সংগৃহীত

নরসিংদী: ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সারাবাংলা

কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সারাবাংলা

এর আগে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হলে ছাত্রদলের কমিটি দেওয়ার পর অভিযোগ ওঠে ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতাকর্মী স্থান পেয়েছে ছাত্রদলের ওই কমিটিতে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগে প্রায় ২০ টি কমিটিতে ছাত্রদল এই কাজ করেছে। কোন কমিটি দিলে যাচাই বাছাই করেই দেয়া উচিত। গতকালের কমিটি দেওয়ার পর আবার তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যের ব্যাপারেও ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমির মুছলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক ড. রেজওয়ানুল হক ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ছাড়াও নরসিংদী জেলা ছাত্রশিবিরে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

কমিটি ছাত্রদল ছাত্রলীগ পুনর্বাসন সাদ্দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর