Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২২:১৯

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের দুই দিন পর আব্দুর রহিম ভান্ডারী (৬১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে চৌমুহনী পৌরসভার ১নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহিম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে পাশের দোকানদার অফিস থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে শাটার খুলে দেখতে পান—গলায় গামছা পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় রহিমের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আকিজ মটরসে কাজের সুযোগ
১৩ আগস্ট ২০২৫ ১৫:১৪

আরো

সম্পর্কিত খবর