Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষে ভোট দিয়ে মানুষ কখনো প্রতারিত হয়নি : মীর হেলাল

স্পেশাল করেসপন্ডেন্ট 
৯ আগস্ট ২০২৫ ২২:৫৮

সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনোই প্রতারিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাপ্তাই সড়কের হাজীরঘাটা চত্বরে  সমাবেশে তিনি এ কথা বলেন। উপজেলার দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। গণতন্ত্র,স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনো প্রতারিত হয়নি।’
‘বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিলে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে।’
শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুর খানের সভাপতিত্বে স্থানীয় নেতাদের মধ্যে
শাহজাহান বাদশা, এস এম ফারুক, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নুর মোহাম্মদ, জাকের হোসেন, মোহাম্মদ সেলিম, জামাল হোসেন, গিয়াস উদ্দিন বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর