Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ২৩:১৬

অভিযুক্ত বিরেন বাড়ৈ।

বরিশাল: বরিশালের উজিরপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিরেন বাড়ৈকে (৫০) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় সরকারি আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিরেন বাড়ৈ একই এলাকার কালিচরণ বাড়ৈর ছেলে।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে বিরেন বাড়ৈ। ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে ওই স্কুলছাত্রীকে শাসিয়ে আসেন তিনি।

শনিবার সকালে বাবা-মা ঘরে ফিরলে তাদেরকে ধর্ষণের বিষয়টি অবহিত করেন ওই স্কুলছাত্রী। দুপুরে ওই ছাত্রীর পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয়দের জানালে তারা বিরেন বাড়ৈকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

বিজ্ঞাপন

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, ধর্ষণের অভিযোগে বিরেন বাড়ৈ নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর