Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে চুরি সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১১:০৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১৩:০৪

তারাগঞ্জ থানা।

রংপুর: রংপুরের তারাগঞ্জে চুরি সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুপলাল (৪৫)। তিনি উপজেলার ঘনিরামপুর ডাঙা পাড়া গ্রামের এলাকার খগেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট বটতল নামক স্থানে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন; তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা প্রথমে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পেয়ে পিটুনি শুরু করে। ঘটনাস্থলেই রুপলালের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার প্রদীপ (৪৮)। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, গণপিটুনিতে একজন নিহত এবং অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর